চট্টগ্রাম-৯ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেছেন, গত ১৫ বছরে জনগন তাদের মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারে নাই। জোর করে হরণ করা নাগরিক অধিকার ফিরিয়ে আনতে এবার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাঙ্গলে ভোট দিন। আমি নির্বাচিত হলে কোন কিশোর গ্যাং থাকবে না, সন্ত্রাস, প্রতিহিংসা থাকবে না, মানুষ শান্তিতে থাকতে পারবে। আজ ২৯ ডিসেম্বর সারাদিন নগরীর ১৫নং ওয়ার্ড, ১৬নং ওয়ার্ড, ১৭নং ওয়ার্ড, ১৯নং ওয়ার্ড ও ৩৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভায় সমবেত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ কবির মনির, নগর জাপা নেতা রেজাউল করিম রেজা, ইরশাদুল হক ছিদ্দিকী, আমিনুল হক আমিন, কাজেমুল হাসান শাহেদ, শরীফুল মোল্লা নিরব, নীল কমল সুশীল, সেলিম উদ্দীন চৌধুরী, নারী নেত্রী জাকিয়া আকতার ঝুমুর, ঝুমকা আকতার নুপুর, ২১নং ওয়ার্ড জাপা সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুস শুক্কুর, সমাজ সেবক আব্দুল কাদের, এবায়েদ উল্লাহ, আলী আকবর, আহমেদ মিয়া, আনিসুর রহমান, বাপ্পী আহমেদ, মোঃ জুয়েল, শাহ্ মোহাম্মদ সেলিম, সোনিয়া আকতার, আবু হাসান, জাকির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.