মস্কোয় অনুষ্ঠিত ২০তম ইসলামি ফোরামে মুসলিম দেশগুলোর মধ্যে ‘কুরআনি পার্লামেন্ট’ গঠন করার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের সংস্কৃতি ও ইসলামি যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মাদ মাহদি ইমানিপুর ওই ফোরামে দেয়া ভাষণে বলেছেন: আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যেহেতু শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করে করে, কাজই আমি মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি কুরআনি পার্লামেন্ট গঠন করার প্রস্তাব করছি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ঐক্য সপ্তাহ পালিত হওয়ার একই সময়ে মস্কোয় অনুষ্ঠিত ২০তম ইসলামি ফোরামে বিশ্বের ৪৮ দেশের আলেম ও ইসলামি চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন। ফোরামে ইরানের সংস্কৃতি ও ইসলামি যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মাদ মাহদি ইমানিপুর বলেন: মুসলিম মাজহাবগুলোর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার এক অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে এই ফোরাম।
পার্সটুডে জানিয়েছে, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে ইমানিপুর বলেন: ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নীরবতা মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দ্বৈত নীতি ফুটিয়ে তুলেছে।
ইরানের সংস্কৃতি ও ইসলামি যোগাযোগ সংস্থার প্রধান মস্কোয় অনুষ্ঠিত ফোরামে আরো বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে প্রকৃত সত্য প্রকাশ ও ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেম সমাজ ও ধর্মীয় নেতাদের গুরুদায়িত্ব পালন করতে হবে।
গাজার মতো বিশ্বের সংকটাপন্ন অঞ্চলগুলোতে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে মস্কো ফোরামে গৃহিত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মোহাম্মাদ মাহদি ইমানিপুর আশা প্রকাশ করেন।
রাশিয়ার রাজধানীতে অবস্থিত মস্কো জামে মসজিদে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকর্তাদের অংশগ্রহণে এ ফোরাম অনুষ্ঠিত হয়
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.