রাশিয়ার প্রধামন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, ইসলাম আমাদের দেশের ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাশিয়ার অষ্টম উলামা সম্মেলন ও ২০তম ইসলামি ফোরামে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন।
রাশিয়াকে বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের মানুষের আবাসভূমি হিসেবে উল্লেখ করে মিশুস্তিন বলেন: রাশিয়ায় প্রতিটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি অপরিসীম সম্মান জানানো হয়। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে ইসলামকে রাশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ধর্ম হিসেবে অভিহিত করেন।
মিখাইল মিশুস্তিন আরো বলেন:
ইসলাম আমাদের দেশের ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের উন্নয়ন এবং রুশ সরকারের সঙ্গে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার মুসলিম আলেমদের ভূমিকাকে ‘মূল্যবান’ বলে অভিহিত করেন।
উল্লেখ করা যায়, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। দেশটিতে প্রায় ২ কোটি মুসলমান বসবাস করেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.