প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানে একজনকে গ্রেপ্তার
গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আকতার নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি পাহাড় কেটে রেস্টুরেন্ট (সাবেক কাঁচা লংকা রেস্টুরেন্ট) নির্মাণের সাথে জড়িত মর্মে প্রতীয়মান হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার না করায় নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। নির্মীয়মান রেস্টুরেন্ট পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয়।
এছাড়া একই পাহাড়ের উপরে তিনটি টিনের ঘর ভেঙ্গে দেয়া হয়। যেগুলোতে মনির নামের জনৈক ব্যক্তি ভাড়ার মাধ্যমে দখলে রেখেছিলেন। উল্লেখ্য, মনিরকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। এছাড়া এই পাহাড়ের বিভিন্ন অংশে নির্মিত বৌদ্ধ মন্দির ও অন্যন্য স্থাপনার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আরাফাত সিদ্দিকী।
জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.