লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সাধারণ সভা নগরীর গ্রীণ শেডো রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রতিষ্টালীন জেলা সভাপতি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক পিডিজি লায়ন মনজুর আলম মনজু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির। এতে বক্তব্য রাখেন পিডিজি লায়ন মনজুর আলম মনজু পিএমজেএফ, লায়ন মুহাম্মদ হুমায়ুন কবির,লায়ন এম বদিউর রহমান, লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজ, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ লায়ন মোহাম্মদ আবুল খায়ের, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন মোহাম্মদ সাইফুল করিম আরিফ, লায়ন মোহাম্মদ শাহরিয়ার ইকবাল, লায়ন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চৌধুরী ও লিও দীপ্ত দে।
সভায় লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা প্রেসিডেন্টদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের ২০২৪- ২০২৫ সেবাবর্ষের কমিটি গঠিত হয়। এতে প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজ প্রেসিডেন্ট, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন সেক্রেটারি ও লায়ন মোহাম্মদ আবু নাছের রনিকে ট্রেজারার হিসেবে লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নেতৃত্বের জন্য নির্বাচিত করা হয়। সভায় লিও জেলার প্রাক্তন সভাপতি লিও গাজী মুহাম্মদ শহীদুল্লাহ এমজেএফ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের লিও অ্যাডভাইজরী কাউন্সিল এরিয়া -৬ এর এরিয়া লিডার, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আনিসুল হক চৌধুরী লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের গ্লোবাল একশন টিমের কোওর্ডিনেটর, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ বদিউর রহমান লিও ক্লাবস চেয়ারম্যান ও লিও দীপ্ত দে লিও জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এছাড়া ও লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহকে প্রাক্তন লিও রিইউনিয়ন এর চেয়ারম্যান, লায়ন মোহাম্মদ শাহরিয়ার ইকবালকে জয়েন্ট সেক্রেটারি ও লায়ন সাইফুল করিম আরিফকে জয়েন্ট ট্রেজারার মনোনিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.