ডিআই ফেলোদের তরুণ শিক্ষার্থী ও নারীদের রাজনীতিতে অনাগ্রহ দূরীকরণে রাজনৈতিক উদ্যোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেন তরুণরা রাজনীতিতে অনাগ্রহী হয়ে পড়ছে? এই সংকট উত্তরণে রাজনৈতিক দলসমূহ কী উদ্যোগ গ্রহন করতে পারে? এই বিষয়ে তরুণদের করনীয় কী? রাজনৈতিক দলে তরুণ ও নারী অন্তর্ভুক্তিতে দলগুলোর করনীয় কী? চট্টগ্রামের নারী ও তরুণদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, কর্মসংস্থান, নিরাপত্তার ক্ষেত্রে কি কি ধরণের সমস্যা রয়েছে? এবং তা চিহ্নিত করে কিভাবে সমাধান করা যায় তাহার জন্য কি কি সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে? এই বিষয় গুলোকে সামনে রেখে ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেন্দেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ (এসপিএল) প্রকল্পের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৪ তম ব্যাচের চট্টগ্রাম মহানগরের তিন তরুণ রাজনৈতিক ফেলো যথাক্রমে বাংলাদেশ যুব মহিলা লীগের চট্টগ্রাম মহানগর এর সদস্য নাজমা সুলতানা নুপুর, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগর এর সমাজ কল্যাণ সম্পাদিকা, অ্যাডভোকেট বিলকিস আরা মিতু এবং জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান এর আয়োজনে ১০ জুলাই, ২০২৪ ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের চট্টগ্রাম রিজিয়ন কনফারেন্স হলে তরুণ শিক্ষার্থী ও নারীদের রাজনীতিতে অনাগ্রহ দূরীকরণে রাজনৈতিক উদ্যোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় ।কর্মশালায় প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ডিআই এর সিনিয়র ফেলো ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরের সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবি এডভোকেট মফিজুল হক ভূইয়া ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আজমচৌধুরী (লিটন), মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম (এমএএফ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও ডিআই এর তরুণ রাজনৈতিক ফেলো মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য ও ডিআই এর তরুণ রাজনৈতিক ফেলো ও এমএএফ চট্টগ্রামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জিন্নাত সুলতানা ঝুমা । ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন । আরো উপস্থিত ছিলেন ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, সিনিয়র অপারেশনস অ্যাসিস্ট্যান্ট আবুল হাসান চৌধুরী রনি । সকাল ১০টা হতে শুরু হওয়া কর্মশালায় তরুণ শিক্ষার্থী ও নারীদের রাজনীতিতে অনাগ্রহ দূরীকরণে তা হতে উত্তরনের নানাবিদ আলোচ্য বিষয়ের উপর একটি সেশন পরিচালিত হয়। ৪টি টিমে ভাগ হয়ে তরুণ তরুণী গন তাদের বিষয় গুলো উপস্থাপন করেন জুরি প্যানেলের সামনে। কর্মশালায় ২০জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন। সেখানে তরুণরা রাজনৈতিক দল সমূহকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত রাজনৈতিক পরিবেশ গঠনের জন্য সুপারিশ সহ বিভিন্ন বিষয় উপস্তাপন করেন ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.