চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারার মামলায় কিশোং গ্যাং’র ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। জানা যায়, আসিফ করিম চৌধুরী (১৯) নামক এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ১০ জুলাই আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চন্দনাইশ হারলা এলাকার মো. আলী আকবরের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান ওরফে সাকিব (২০), পূর্ব জোয়ারা এলাকার বাহার উদ্দীনের ছেলে ইয়াছিন আরাফাত বাপ্পী (১৮), হারলা নয়াপাড়া এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সাইম (১৭) এবং হারলা আব্বাস তালুকদার বাড়ির আবু তাহেরের ছেলে সাকিবুল ইসলাম ওরফে সাকিব (১৬)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, চন্দনাইশের বরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শেবন্দী এলাকার শফিউল করিম চৌধুরীর ছেলে আসিফ করিম চৌধুরী বরমা ডিগ্রি কলেজ হতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনারদিন ৯ জুলাই (মঙ্গলবার) পরীক্ষা কেন্দ্র আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে পাবলিক পরীক্ষা শেষে ফিরে যাচ্ছিলেন। ঐদিন কেন্দ্রের পাশে জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানার সামনে রাস্তায় পৌঁছলে কয়েকজন তার গতিরোধ করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং মাদ্রাসার পাশে চিপা গলির নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় আসামিরা ছুরি প্রদর্শন করে পকেটে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয়। পরবর্তীতে সে থানাকে অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের ঘাটলার সিঁড়ি হতে বাদীর দেখানো ও সনাক্তমতে এই ৪ জন কিশোর গ্যাং’র সদস্যকে গ্রেপ্তার করেন। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করে বিবাদীকে ফেরত দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.