আর এস আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ বলেছেন, আমি দীর্ঘদিন চাকরি করেছি। দিনে চাকরি করে রাতে নিজের প্রতিষ্ঠানে থাকতাম। একটু সঞ্চয় হলেই মেশিন কিনতাম। রাত-দিন পরিশ্রম করে প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি। ১৯৯৬ সাল থেকে ব্যবসা শুরু করি।
২০০২-০৩ সালের দিকে প্রচুর এক্সপোর্ট করতাম। কিন্তু কখনো সিআইপি’র হওয়ার কথা চিন্তায়ও আসেনি। ব্যবসা নিয়ে এতোই ব্যস্ত থাকতাম কারণ এটা ছিলো আমার একটা স্বপ্ন। ২০১১ সালের দিকে সিআইপি’র জন্য আবেদন করলে প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হই। সেই থেকে ধারাবাহিকভাবে অনেকবার সিআইপি নির্বাচিত হই।
২৯ জুন শনিবার দুপুরে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাশ আরো বলেন, সমাজ সুন্দর করার মূল কারিগর হলেন সাংবাদিক। আ্পনাদের লেখনীর মাধ্যমে যেভাবে দূর্ণীতির কথা উঠে আছে, একইভাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ডও আপনাদের মাধ্যমেই জানা যায়। আমার বাবা-দাদারা ছিলেন শিক্ষক। তাঁরা শিক্ষকতা পেশার সাথে যুক্ত থেকে অনেকের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। আমিও ব্যবসার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি।
সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, অঞ্জন শেখর দাশ বিজিএমইএ, চেম্বারসহ নানা ব্যবসায়িক সংগঠনের সাথে সম্পৃক্ত। কমার্শিয়াল বিটের সাংবাদিকদের সাথে তার রয়েছে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের প্রধান রপ্তানীমুখী শিল্প গার্মেন্টস কারখানার সাথে তিনি দীর্ঘদিন জড়িত। শিক্ষক পরিবারের সন্তান কখনো খারাপ হতে পারেন না। আপনার মতো শিক্ষিত, মার্জিত, সুহৃদ সিআইপি-কে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে আমরা আনন্দিত।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পেছনে যে কয়জন মানুষের অবদান রয়েছে তাদের মধ্যে একজন হলেন শিল্পপতি অঞ্জন শেখর দাশ। তিনি ব্যবসার পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশকে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্বাগত জানান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ, স্থায়ী সদস্য অঞ্জন কুমার সেন, জাহিদুল করিম কচি, মুহাম্মদ শামসুল হক, বিশ্বজিৎ চৌধুরী, শাহিন আরা বেগম, নুরুল আলম এবং কামরুল হাসান বাদল।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী এবং বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.