প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ
জঙ্গল সলিমপুরে আনন্দ র্যালি
সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য এস এম আল মামুন এমপি জঙ্গল সলিমপুর ছিন্নমূলের ২৪ হাজার ভূমিহীন পরিবারকে সহজ কিস্তিতে স্থায়ী বন্দোবস্তির দাবি জাতীয় সংসদে উপস্থাপন করায় আনন্দ র্যালি ও সংবাদ সম্মেলন।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে রেলিং শেষে সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মোঃ গাজী ছাদেকুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্য তিনি জানান, দেশে একজনই ভূমিহীন থাকবে না প্রধানমন্ত্রী ঘোষনার আলোকে স্থানীয় সংসদ সদস্য এস এম মামুন এমপি র উদ্যোগে সলিমপুর মৌজায় বসবাসকারী ২৪ হাজার ছিন্নমূল পরিবারগুলোকে সরকারি নীতিমালা অনুযায়ী মৌজামূল্যে ৫ শতক জায়গা সহজ কিস্তিতে স্থানীভাবে বন্দোবস্ত প্রদান দাবী জানান ।
জাতীয় সংসদে ছিন্নমূল মানুষের পক্ষে কথা বলায় পরিষদের পক্ষ থেকে এক বিশাল আনন্দ র্যালী করা হয়।
তিনি বলেন, গরীব-দুঃখী ও ছিন্নমূল মানুষের ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতিতে বর্তমান সরকার গৃহীত নানা কর্মসূচি সব মহলেই প্রশংসিত হয়। এরই মধ্যে বর্তমান সরকারের উদ্ভাবিত 'একটি বাড়ি একটি খামার' প্রকল্প অসংখ্য অসহায় পরিবারকে উন্নত জীবন যাত্রার পথ দেখিয়েছে। প্রদানমন্ত্রী শেখ হাসিনার দয়া ও মহানুভবতায় দেশের নানা প্রান্তের হতদরিদ্র মানুষেরা শুধু আশার আলো খুঁজে পায়নি, পেয়েছে বেঁচে থাকার অবলম্বন। তাই জঙ্গল ছলিমপুর মৌজায় বসবাসরত ২৪ হাজার পরিবারকে সরকারী মৌজামূল্যে ৫শতক জমি সহজ কিস্তিতে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদানের জন্য প্রদানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।
আমরা আশা করছি চট্টগ্রাম-৪ আসনের বর্তমান নির্বাচিত সংসদ সদস্য গরীব- দুঃখী মেহনতি মানুষের বন্ধু, ভূমিহীন-ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল আলহাজ্ব এস.এম আল মামুন এম.পি মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের জঙ্গল ছলিমপুর ছিন্নমূলের ২৪ হাজার ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাই ৫শতক করে জায়গা প্রতিকী মূল্যে স্থায়ী বন্দোবস্থি প্রদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম গফুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইস্রাফিল, আল আমিন সাগর, শাহ আলম, মীর আরমান, মোঃ কাউছার সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.