চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা আজ বুধবার ডবলমুরিং থানাধীন পাঠানটুলী ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সে সময় ১নং সুপারিওয়ালা পাড়ায় রাস্তায় অবৈধভাবে বসানো প্রায় দু’শতাধিক দোকান উচ্ছেদ করে সর্বসাধারনের চলাচলের জন্য রাস্তাটি উম্মুক্ত করে দেয়া হয়। একই অভিযানে আগ্রাবাদ আমেরিকান হাসপাতাল সংলগ্ন আজিজ মিয়ার গোডাউনের টেগের মোড় এলাকায় আটটি দোকান উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করা হয়।
অপরদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাস্তা ও ফুটপাতেঅবৈধভাবে মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণকে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.