চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় প্রায় দেড় ফুট হেলে পড়েছে “নবরত্ন” নামের একটি ৫ তলা বহতল ভবন।
চান্দগাঁও বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন "নবরত্ন ' ভবনটি প্রায় দেড় ফুট হেলে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা। পাশে অবস্থিত কাতার প্রবাসী সুমনের বিল্ডিংয়ের উপর হেলে পড়ায় নবরত্ন ভবনের কারনে আতংকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ভাড়াটিয়ারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক বাসিন্দা বলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। তবে ভয় পাচ্ছি।
কাতার প্রবাসী সুমন বড়ুয়া জানান, নবরত্ন ভবনটি আমার বিল্ডিংয়ের উপর হেলে পড়েছে। যেকোন সময় ভবনটি ভেঙ্গে পড়তে পারে এবং আমার ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ভবনের মালিকদের অনেকবার জানিয়েছিলাম তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় কিন্তু তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাহার জানান, এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আমরা পরিদর্শনে যাবো । এ বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.