প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ৪:১৫ পূর্বাহ্ণ
সাংবাদিক রেজা মুজাম্মেলের পিতা মুহাম্মদ আবদুল কাদের সওদাগর আর নেই
বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেল এর পিতা মুহাম্মদ আবদুল কাদের সওদাগর ( ৮১ ) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
ভোর সাড়ে পাঁচটায় তিনি চট্টগ্রাম শহরস্হ নিজ সন্তান রেজা মুজাম্মেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ আছরের নামাজের পর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ৪ নং কোলাগাও ইউনিয়নের চাফড়ী গ্রামে ( শান্তির হাট থেকে বামে উত্তরে প্রায় ১ কি.মি.' কাদের সওদাগরের নতুন বাড়ি' ) জামে মসজিদে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হবে। অতঃপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি চার পুত্র ও পাঁচ কন্যা সহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।
ওনার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.