প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ।
ঘোষিত দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জাফর আহমেদ সাদেক ও আহবায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী মোঃ রহিম উল্লাহ, প্রকৌশলী এস.এম সেলিম, প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুর রহমান, প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, প্রকৌশলী মোঃ কাজী আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ, প্রকৌশলী এস.এম মাহফুজুর রহমান, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, প্রকৌশলী মোঃ তৌহিদুল আনোয়ার সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.