চট্টগ্রাম জেলা পরিষদ ২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ শত ১৪ ভোট।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে হাবিবা বই প্রতীক নিয়ে ৩ শত ১১ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ এনামুল হক বেসরকারি ভাবে ওই ফলাফল ঘোষণা করেন।
আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯ হতে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩টি কেন্দ্রে এ আসনের মোট ভোটার সংখ্যা ৬ শত ৫১ জন।
নবনির্বাচিত জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসন সদস্য জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফাতেমা বাপের বাড়ির ছরওয়ার কামাল চৌধুরী মেয়ে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.