চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবুর পিতা একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন মহাসচিব ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ড. প্রনব কুমার বড়ুয়া আজ সকাল ১০টা ৫০ মিনিটে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
বাংলাদেশী বৌদ্ধদের অবিসংবাদিত নেতা, অন্যতম পথ প্রদর্শক, শিক্ষানুরাগী, কর্মবীর ডঃ প্রনব কুমার বড়ুয়া’র প্রয়াণে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের পক্ষে সভাপতি শফিক আহমেদ সাজীব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ টিসিজেএ নির্বাহী কমিটির সকল কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করছেন ও সেই সাথে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাা জানান।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.