বাংলা ভাষার আঞ্চলিক দৈনিক দৈনিক পূর্বতারা-র পথচলা শুরু চট্টগ্রাম থেকে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও আঞ্চলিক বৈচিত্র্যের প্রতি দায়বদ্ধ থেকে আমরা পাঠকের আস্থা অর্জন করে চলেছি। চট্টগ্রামের প্রাচীনতম সংবাদপত্রগুলোর মধ্যে এটি একটি। নিবন্ধন নং: তথ্য অধিদফতর নিবন্ধন: ০৩ (আঞ্চলিক)
চট্টগ্রাম নগরীসহ সমগ্র জেলার খবর, উপকূলীয় অঞ্চল, পাহাড়ি জনপদ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের খুঁটিনাটি সংবাদ আমাদের পাঠকের হাতে পৌঁছে যায় প্রতিদিন। “সত্যনিষ্ঠ সংবাদ, মানুষের কণ্ঠস্বর”—এই অঙ্গীকার নিয়েই পূর্বতারা এগিয়ে চলছে।
আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সাংবাদিক, তরুণ ও উদ্যমী রিপোর্টার, ফটোসাংবাদিক ও প্রযুক্তিকর্মী। এই দলকে পরিচালনা করছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ। যাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দায়বদ্ধতা।
দৈনিক পূর্বতারা শুধু সংবাদপত্র নয়, এটি আঞ্চলিক মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, প্রতিটি সংবাদ মানুষের চিন্তাভাবনা ও সামাজিক পরিবর্তনের জন্য শক্তিশালী ভূমিকা রাখে।