মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

সাতকানিয়ায় গণসংযোগে উন্নয়নের প্রতিশ্রুতি শাহজাহান চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২

‘আর নয় দুর্নীতি, এবার হবে উন্নয়নের বাংলাদেশ’— এমন প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন নিয়ে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের পাশে রয়েছে। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে যারা ক্ষমতায় থেকেও জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তারা দুর্নীতি, লুটপাট ও টেন্ডারবাজিকে উৎসাহিত করে শুধু নিজেদের আখের গোছানোর কাজ করেছে।

সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কার্তিকের দোকান, চৌধুরী হাট, বরি সিকদার বাড়ি, বড়ুয়া পাড়া, দিঘীর পাড়া, কানুর মার বাড়ি, নাপিতের চর, কুলিপুকুর পাড়, মজিদ কোম্পানির বাড়ি এবং মহিলা সমাবেশসহ একাধিক স্থানে ব্যাপক গণসংযোগ করেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপচারিতা করেন এবং উন্নয়নমুখী রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জাবের হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আঞ্চলিক টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং সহ-সভাপতি ওচমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে যদি ন্যায়–ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়, তবে সাতকানিয়া–লোহাগাড়াকে দুর্নীতিমুক্ত উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে।

ভিডিও