চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চারটি কলোনীর বসতি পরিদর্শনে সোমবার বিকেলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলাম। ঘটনাস্থলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. মো. আবু নাসের। তারা মিলে দুর্গতদের প্রাথমিক চিকিৎসা, খিচুড়ি বিতরণ এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক নিরূপণে কাজ করেন।
নগর আমীর নজরুল ইসলাম সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে দুটি মোটা কম্বল ও কার্পেট সরবরাহের নির্দেশ দেন। পাশাপাশি তিনি সরকারি সংস্থাগুলোর প্রতি দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ডা. আবু নাসের জানান, গতকাল রাতের অগ্নিকাণ্ডে রৌফাবাদের চারটি কলোনীতে প্রায় ৮০ পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই কর্মজীবী নারী এবং তারা কর্মস্থলে থাকায় ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন নগর পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলী, ৪২নং প্রস্তাবিত ওয়ার্ড জামায়াতের পরিচালক ইমরান সিকদার, স্থানীয় নেতৃবৃন্দ আবু জাফর, মো. মাসুদ ও ইঞ্জিনিয়ার জাবেদসহ আরও অনেকে।
পরিদর্শন শেষে নগর আমীর নজরুল ইসলাম চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাসেরকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতায় আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন। তিনি আশ্বাস দেন, দুর্গত পরিবারগুলোর পুনরুদ্ধার ও পুনর্বাসনে জামায়াতের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা অব্যাহত থাকবে।