মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৪

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল ১১ টার কিছু পর নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান তারা। এসময় সদ্য টেস্ট সিরিজ জেতা দলটিকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায়।

নাসুম, রিশাদ, মেহেদি, জাকির, সোহান, তৌহিদ হৃদয়রা হোটেলে পৌঁছালে তাদের দেখতে জড়ো হন অনেক ভক্তও।

আগামী ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তিনটি ম্যাচই হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

একই মাঠে মাত্র এক মাস আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষতটা আয়ারল্যান্ড সিরিজে পুষিয়ে নিতে চাইবে টাইগাররা।

ভিডিও