সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:২০

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, রবিবার চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির নাম ফরিদ আহমেদ (৩৯)।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ফরিদ আহমেদ নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। গত ১৫ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি তার শ্বাসকষ্ট ও কিডনি জটিলতাও ছিল। এ নিয়ে চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও চলতি বছর ৪ হাজার ৩৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ৭৯৪ জন, পুরুষ ২ হাজার ২৭০ জন এবং নারী ১ হাজার ২৯১ জন। এ ছাড়াও আলতি বছর চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮০ জন।

ভিডিও