রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বাঁশখালীর জনসভায় লিয়াকত আলী

‘আমার কোনো মামা-চাচা নেতা নাই, আমি কৃষকের ছেলে’

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাঁশখালী উপজেলা মজলুম বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) জলদী পাইলট হাইস্কুল মাঠে বিএনপি নেতা সরওয়ার আলমের সভাপতিত্বে আয়োজন করা হয় এ জনসভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান লিয়াকত আলী তাঁর রাজনৈতিক জীবনের নানা সংগ্রাম তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘রাজনৈতিক জীবনের ৪২ বছরে দল থেকে আমি কিছু পাইনি। কলেজ জীবনে জামায়াতের মার খেয়েছি, আওয়ামী লীগের মার খেয়েছি, জাতীয় পার্টির মার খেয়েছি। গত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিস্ট আমলে জেল–জুলুমের শিকার হয়েছি, বহু মামলার আসামি হয়েছি।’

তিনি অভিযোগ করে বলেন, তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালালেও স্থানীয় জনগণ তাঁকে রক্ষা করতেন। কিন্তু ঢাকা থেকে ডিবি পুলিশ এনে শো-নাডিস দেখিয়ে বাঁশখালীতে আনার পর রিমান্ডের নামে থানায় নির্যাতন করা হয় এবং তাঁর বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে ‘নাটক’ সাজানো হয়।

লিয়াকত আলী বলেন, ‘বাঁশখালীতে আমার মতো বেশি মামলা খেয়েছে বা জেল–জুলুম সহ্য করেছে এমন বিএনপির আর কে আছে? নমিনেশন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল— তা পূরণ হয়নি। আমার মামা-চাচা বড় নেতা নাই, আমি কৃষকের ছেলে। কিন্তু বাঁশখালীর মানুষ আমার সাথে আছে।’

তিনি দলের হাইকমান্ডের উদ্দেশে সতর্ক করে বলেন, ‘এখনও সময় আছে— আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি নমিনেশন না পাই, তাহলে কি করব? নির্বাচন করব কি? আপনারাই বলেন।’ মঞ্চ থেকে প্রশ্ন শেষ করতেই উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানান। এতে আরও দৃঢ় মনোবলে নির্বাচনের সংকল্প ব্যক্ত করেন তিনি।

বিএনপি নেতা মোস্তাক আহমদ ও ওয়াহহাব চৌধুরীর যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলানা আতিকুর রহমান ফারুকী, চট্টগ্রাম জেলা জজ কোর্টের এডিশনাল প্রসিকিউটর এডভোকেট মহিউদ্দিন সিকদার, হাজী জাবের আহমদ, কাজী মফিজুর রহমান, নুরুল আলম, মুনতাসির আল মামুন (দুলাল), মো. মহসিন, আলী নবী মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও