শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বিএনপিতে অস্থিরতা

পটিয়ায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ভাইরাল চিঠি

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০২:৫৩

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিতে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দলের ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিনের ‘নির্যাতিত নেতা’ হিসেবে পরিচিত এনামুল হক এনাম। মনোনয়ন ঘোষণার আগ থেকেই তিনি নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছিলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নে মাঠে ছিলেন সক্রিয়।

মনোনয়ন পাওয়ার পর ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে তিনি সভা-সমাবেশ করেন। এ সময় তিনি অতীতে ধানের শীষের প্রার্থী গাজী শাহজাহান জুয়েল ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুদ্দিন সালাম মিঠুর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

তবে হঠাৎ করেই ২০ নভেম্বর রাত ১২টার পরে পটিয়ার রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে এক নাটকীয় পরিস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠির ছবি। চিঠিটিতে চার নেতা— গাজী শাহজাহান জুয়েল, সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সালাম মিঠু, রেজাউল করিম নেসার ও আরেক সদস্য— এনামুল হক এনামের মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানান।

চিঠিতে অভিযোগ করা হয়, এনামুল হক এনামের অনুসারীদের কথিত চাঁদাবাজি, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং দলের ভেতরে অস্থিরতা তৈরি হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে তাঁরা প্রার্থিতা পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

চিঠির সত্যতা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বিষয়টি স্বীকার করেন। কেন তিনি অন্য নেতাদের সাথে নিয়ে প্রার্থিতা পুনর্বিবেচনার আবেদন করেছেন, সে বিষয়েও তিনি ব্যাখ্যা দেন।

অন্যদিকে মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমি জানি। দলীয় সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দিচ্ছি।’

পটিয়ার সাধারণ মানুষের অনেকেই মনে করছেন, দলীয় বিভাজন এভাবে চলতে থাকলে আগামীর নির্বাচনে বিএনপির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। নেতাকর্মীদের অভ্যন্তরীণ সংঘাত বজায় থাকলে ভোটের মাঠে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও তাঁদের ধারণা।

ভিডিও