শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৬:৩২

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা—সবই আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাংলাদেশ এখন ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চল, কিশোরগঞ্জের হাওর ও মেঘনা নদীর উপত্যকা এমন একটি অঞ্চলে অবস্থিত যা দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, পূর্বে অবস্থিত বার্মা প্লেট ও পশ্চিমে ইন্ডিয়ান প্লেটের মধ্যে সঞ্চিত শক্তি যেকোনো সময় প্রকাশ পেতে পারে। সাম্প্রতিক সময়ে চলতি বছরে দেশজুড়ে ১০টি হালকা-মধ্যম মানের ভূমিকম্প অনুভূত হয়েছে, যা বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জানান, সাবডাকশন জোনের কারণে বাংলাদেশে শক্তি সঞ্চিত আছে যা ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প ঘটাতে সক্ষম। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখানে সবচেয়ে বেশি জনসংখ্যা ও অপরিকল্পিত নগরায়ণ।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি এড়াতে সরকারের উচিত নাগরিক সচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণ এবং জরুরি এলার্ম সিস্টেম স্থাপন। সাবেক আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, “যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে, তাই আমাদের সতর্ক থাকা ছাড়া উপায় নেই।”

বাংলাদেশে ভূমিকম্প পূর্বাভাস দেওয়া এখনও সম্ভব হয়নি। তাই দেশকে রক্ষা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতি, সচেতনতা এবং স্থায়ী অবকাঠামোগত পরিবর্তন।

ভিডিও