চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকার মতো চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। চট্টগ্রামে এর মাত্রা ছিল অনেক কম। দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম নগরী ও জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, নরদিংসদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।