শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাকলিয়ার জামায়াত সেক্রেটারি নুর আহমদের মায়ের ইন্তেকাল, জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:৪৬

বাকলিয়া থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুর আহমদের মাতা মামজুদা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ১১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকার চাঁন্দগাজী জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক এবং মরহুমার ছেলে ও বাকলিয়া থানা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুর আহমদ।

এ ছাড়া জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল হক, থানা নায়েবে আমীর আবুল মনসুর, জামায়াত নেতা মুহাম্মদ নাছির উদ্দীন, এম এ নাছির মসজিদের মোতাওয়াল্লী নুরুল আলমসহ অনেকে।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‌‘মামজুদা খাতুনের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতসমূহ কবুল করুন, জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।’

ভিডিও