শনিবার, ২২ নভেম্বর ২০২৫

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা বাড়াতে হবে— লন্ডনে মেয়র শাহাদাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:৩৯

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা অতীত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। জাতির উন্নয়নধারাকে আরও এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা ও অংশগ্রহণ বাড়াতে হবে।

বুধবার লন্ডনের স্ট্রাটফোর্ডে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ ও কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। পাশাপাশি তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, দক্ষতা, জ্ঞান ও নেটওয়ার্ক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখতে পারে। তিনি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের মানবিক ও দাতব্য কাজেরও প্রশংসা করেন।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আন্তর্জাতিকভাবে মানবতার সেবায় কাজ করে। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে চ্যারিটি কার্যক্রম, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

পরিদর্শনকালে ট্রাস্টের পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানানো হয়। কর্মকর্তারা মেয়রকে তাঁদের চলমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। ট্রাস্টের নেতারা বলেন, মেয়রের এই সফর তাঁদের কাজকে আরও প্রেরণা দিচ্ছে এবং মানবতার সেবায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার খুলবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহিদুর রহমান, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা কামাল উদ্দিন এবং চেয়ারম্যান খসরুজ্জামান খসরু।

ভিডিও