চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশেদ (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত রাশেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ এবং ২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
রাজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল জানান, সকালে রাউজান থেকে সিএনজি অটোরিকশাযোগে রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ছাইরীবাজার দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ধাক্কা দেয়। চাপ খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে কলেজ ছাত্র রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার কলেজ পরীক্ষায় অংশ নিতে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে পথে বের হয়েছিলেন রাশেদ। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া একইদিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজানগর ঠান্ডাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার আগে পৃথক আরেক ঘটনায় রানীরহাট মাদ্রাসায় যাওয়ার পথে তাসফিয়া আফরোজ নামে আমিল ২য় বর্ষের এক শিক্ষার্থী সিএনজি অটোরিকশা উল্টে আহত হন।