চট্টগ্রামের লোহাগাড়ায় সিঁড়িঘর দিয়ে ঢুকে এক বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল কবির একই এলাকার নুর আহমদের পুত্র।
নুরুল কবির জানান, গভীর রাতে চোরেরা ভবনের সিঁড়িঘর দিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের শয়নকক্ষ বাহির থেকে বন্ধ করে দেয়। এরপর তালাবদ্ধ একটি কক্ষের তালা ভেঙে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, চোরেরা তাদের প্রবাসী ছেলের মোটরসাইকেলটিকেও ঘর থেকে বের করে রাখে। তবে মোটরসাইকেলে তেল না থাকায় সেটি নিয়ে যেতে পারেনি তারা। ভোর ৪টার দিকে বাথরুমে যাওয়ার সময় শয়নকক্ষের দরজা খোলার চেষ্টা করলে দেখেন তা বাহির থেকে বন্ধ। পরে তিনি ফোনে স্বজনদের ডাকলে তারা এসে দরজা খুলে দেন। ঘরের তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখে চুরির ঘটনা নিশ্চিত হন।
চুরির বিষয়ে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।