০
চট্টগ্রামের আনোয়ারায় নকল ক্যাবল বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার বটতলী রুস্তম হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও তাহমিনা আক্তার বলেন, বেশ কিছুদিন যাবৎ অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার সামগ্রী বাজারজাত করে আসছে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা এবং সতর্ক করা হয়।