শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় পাহাড় কেটে স্কুলের মাঠ ভরাট!

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে রাতের আঁধারে স্কেভেটার দিয়ে পাহাড় কেটে স্কুল মাঠ ভরাটের অভিযোগ উঠেছে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছৈয়দ হোসেনের বিরুদ্ধে। এতে পাহাড়ের প্রাকৃতিক গঠন ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। বাড়ছে ভয়াবহ ভূমিধসের ঝুঁকিও।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়া সংলগ্ন হিন্দু পাড়ার পর জোড়া ব্রিজের উত্তর পাশে পাহাড় কাটার দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি পাচার করা হচ্ছে এবং সেই মাটি দিয়ে চরম্বা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ের প্রায় অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। স্কেভেটারের গভীর দাগে পাহাড় ক্ষতবিক্ষত, সঙ্গে কেটে ফেলা হয়েছে পাহাড়ের উপর স্থাপিত বিভিন্ন প্রজাতির গাছ। কাটা মাটি দিয়ে চরম্বা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের কার্যক্রমও চোখে পড়ে।

জায়গার মালিক মো. শফি বলেন, ‘পাহাড় কাটা আইনগত অপরাধ, আমি চাইনি পাহাড় কাটতে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে স্কুলের মাঠ ভরাটে মাটি লাগবে, তাই আর নিষেধ করিনি। কাউকে মাটি বিক্রি করিনি, মাটি বাবদ কোনো টাকাও পাইনি।’

চরম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন বলেন, ‘মাঠ ভরাটের মাটি দিয়েছে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ছৈয়দ হোসেন। আমরা কোনো টাকা দিইনি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছৈয়দ হোসেন বলেন, ‘পাহাড় কাটার বিষয়ে আমি কিছুই জানি না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘কোনোভাবেই পাহাড় কাটা যাবে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিডিও