শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন

বিদায় নিলেন চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২৪

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁর শেষ কর্মদিবস পালন করেছেন রোববার (১৬ নভেম্বর)। নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে তাঁর নতুন পদায়ন হওয়ায় তিনি জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ছেন। এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই জনাব সাইফুল ইসলাম প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জনসেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

বিদায়ী জেলা প্রশাসক চট্টগ্রাম জেলার সর্বস্তরের মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। তাদের ভালোবাসা আমি চিরদিন স্মরণে রাখব।’

তাঁর স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি নাগরিক সেবার মানোন্নয়ন ও জেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেন। এসব উন্নয়ন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেষবারের মতো দাপ্তরিক বার্তায় তিনি বলেন, ‘চট্টগ্রামের অগ্রযাত্রা অব্যাহত থাকুক— এ প্রত্যাশা করি। সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করি।’

ভিডিও