শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দরিদ্র মানুষের উন্নয়নেই জাতীয় অগ্রগতি : অধ্যক্ষ হেলালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২০

দরিদ্র ও পিছিয়ে থাকা মানুষের উন্নয়ন ছাড়া কোনো দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, ‘একটি রাষ্ট্র তখনই উন্নত হয়, যখন তার দরিদ্র জনগোষ্ঠী উন্নয়নের সুযোগ পায়। অথচ দেশে উন্নয়নের সুবিধা অনেক সময় দলীয় স্বার্থে সীমাবদ্ধ থাকে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাহাড়তলী ইমাম প্রশিক্ষণ ভোটকেন্দ্র এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে বৈষম্যমূলক এ ধারা বদলে দেওয়া হবে, ইনশাআল্লাহ। বড় বড় অবকাঠামো নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই হবে রাষ্ট্রের মূল লক্ষ্য।’

তিনি বলেন, স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণদের মানসম্মত শিক্ষায় সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ বিনিয়োগ কাঠামো গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

হেলালী আরও বলেন, ‘বাস্তব উন্নয়ন তখনই নিশ্চিত হবে, যখন সুবিধাবঞ্চিত মানুষ ন্যায়বিচার, সুযোগ ও সামাজিক নিরাপত্তা পাবে। ভোট শুধু জয়ের জন্য নয়— মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের মজলিশে শুরা সদস্য ও পাহাড়তলী থানা আমীর নুরুল আলম। ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্থানীয় মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ভিডিও