চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে নিউ মায়ের দোয়া বেকারিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ নভেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বেকারির ভেতরে নোংরা পরিবেশ, লেবেলবিহীন রং ও ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার, স্বাস্থ্যবিধি না মানা এবং ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার বিষয় পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাস্থ্যসুরক্ষা মানদণ্ড মেনে উৎপাদন কার্যক্রম চালাতে হবে। অন্যথায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।