চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় জড়িত যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে চবি ক্যাম্পাস সংলগ্নে জোবরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা হানিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গেল ২ সেপ্টেম্বর বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ অন্তত এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলায় ১নম্বর আসামি করা হয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে।
এ ঘটনার আগেও ২০২৪ সালের ২১ অক্টোবর রাতে সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের আপ্যায়ন স্টোর ভাঙচুর করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেয় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের স্থানীয় যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হানিফ ও তার সহযোগীরা। হামলায় আহত ৫ শিক্ষার্থী হয়।