শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২০
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর

কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়ায় আরকান সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোহাগ নামে আরেক আরোহী।

রোববার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখপাড়ার মো. আতাউর রহমানের ছেলে।

নিহতের সফরসঙ্গী মেঘলা জানান, তাঁরা নারী–পুরুষ মিলে তিন দিনের সফরে রাজশাহী থেকে কক্সবাজার গিয়েছিলেন। ফেরার পথে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সেতুর নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুলকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শামীম বলেন, ‘আহত দুইজনকে আনার পর দেখা যায় সাকিবুল ঘটনাস্থলেই মারা গেছেন। আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবু দুছ সাত্তার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ভিডিও