চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়া ও মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে জাতীয় ‘দৈনিক একুশে সংবাদ’ ও ‘দৈনিক চট্টগ্রাম পোস্ট’র বোয়ালখালী প্রতিনিধি মনিরুল হক চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারিদের একটি দল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামমুল্লার চর এলাকায় শাহী জামে মসজিদের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক মনিরুল হক চৌধুরী চার জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো— সারোয়াতলী ইউনিয়নের ইমামমুল্লার চর ৭নং ওয়ার্ডের মৃত আবু জাফরের ছেলে মো. সেলিম (৩৫), (শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী), মৃত আবু বক্করের ছেলে মো. রমজান (৩০), মাদক ও ইয়াবা ব্যবসায়ী, মৃত মো. হোসেনের ছেলে মো. মুরাদ (২০), মৃত শাহ আলমের ছেলে মো. তাজেল (২৫), চান্দাঁবাজ, মাদক ও ইয়াবা গডফাদার।
অভিযুক্তরা হলো— স্থানীয়ভাবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী ছেলে মো. সেলিম (৩৫), মাদক ব্যবসায়ী মো. রমজান (৩০), মো. মুরাদ (২০) এবং স্থানীয় চাঁদাবাজ ও মাদক গডফাদার মো. তাজেল (২৫)।
অভিযোগে সাংবাদিক উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চলমান থাকলেও সেটি বন্ধ না হওয়ায় তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই তাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল।
১৩ নভেম্বর রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ইমামমুল্লার চর শাহী জামে মসজিদের পশ্চিম পাশের খালের পাড়ে ওঁৎ পেতে থাকা আসামিরা লোহার রড, গাছের লাঠি ও ঘুষি-লাথি মারতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
হামলার খবর পেয়ে তার ছোট ভাই মো. আজিজুল হক চৌধুরী (৩৫) ঘটনাস্থলে গেলে তাকেও একইভাবে মারধর করা হয়। এসময় হামলাকারীরা সাংবাদিকের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি হাতঘড়ি ও সাংবাদিকতায় ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক মনিরুল হক চৌধুরী বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে তারা আমার ওপর হামলা করেছে। আমাকে ও আমার ছোট ভাইকে বেধড়ক মারধর করে। আমার টাকা, ঘড়ি ও সংবাদ সংগ্রহে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়েছে। আমি দ্রুত হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তাররে পুলিশ অভিযান পরিচালনা করছে।’