শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪২

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন আকাশ ঘোষ (২৬) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় যুবক বলে জানিয়েছে পরিবার।

স্থানীয়রা জানান, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামের এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা চিহ্নিত করার কাজ চলছে। দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

ভিডিও