শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ধানের শীষের পক্ষে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৫

‘আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসের, আর বিএনপির রাজনীতি গড়ার’— এই মন্তব্য করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ‘বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, বিএনপি ত্রাণকর্তা হয়ে উদ্ধার করেছে। ৭৫ পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন, ৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে স্বনির্ভর করেছে। দেশের প্রতিটি উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপির ছোঁয়া রয়েছে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের মেহেদীবাগ, দামপাড়া ও কাজীর দেউড়ি এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু সুফিয়ান।

পথসভায় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতি করেছে। জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। বিএনপি উন্নয়নের রাজনীতি করে, তবে উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আগামী দিনেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।’

তিনি আহ্বান জানান, ‘দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সরোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, শহীদুল ইসলাম চৌধুরী, শফিক আহমেদ, শাহ আলম, শফিকুল আলম খোকন, সালাউদ্দিন, নকীব উদ্দিন ভূইয়া, হেলাল চৌধুরী, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

ভিডিও