ইসলাম ও সুন্নিয়তের আদর্শ ও শিক্ষার প্রচার প্রসারে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম মনজু।
তিনি বলেন, ‘আজকের শিশু-কিশোর, জ্ঞানপিপাসু শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। দৃঢ় প্রত্যয়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নিষ্ঠা ও একাগ্রতা শিক্ষার্থীর সাফল্য নিশ্চিত করতে পারে।’
তিনি আরও বলেন, ‘মানুষ গড়ার কারিগর শিক্ষকমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পরিশ্রম একত্রে আদর্শ ও মেধাবী সুনাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বন্দরস্থ মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি)’র মিলনায়তনে আনজুমান-এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানের উদ্যোগে সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ও সচিব মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হামিদ এবং সংবর্ধিত অতিথি আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব জোবের আলম, অধ্যাপক মোহাম্মদ আমির আলী, আলহাজ্ব মোহাম্মদ মোজাহের, আলহাজ্ব মুহাম্মদ আবুল বাশার ও মুহাম্মদ আলমগীর আলম অংকুর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভি ও আতাউর রহমান কায়সার। শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে আলোচনা করেন মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা মুজিবুর রহমান, মিসেস জান্নাতুল ফেরদৌস, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মারুফ উদ্দিন, মাওলানা পারেছুল আলম, মাওলানা ছগীর আহমদ, মাওলানা এনাম উদ্দিন ও মাওলানা আব্দুল গফুর খান প্রমুখ।
অনুষ্ঠানে কিরাত, হামদ, নাত, আবৃতি, রচনা, উপস্থিত বক্তৃতা, সর্বোচ্চ উপস্থিতি, দাখিল ও আলিম পরীক্ষায় এ+ প্রাপ্তসহ মোট ১১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম মনজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ আনজুমান ট্রাস্টের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে দেশ ও জাতির উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।