শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। বৃহস্পতিবার সকালে তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান এবং সেখানে চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি লার্নিং সেন্টারে শিক্ষাপ্রাপ্ত রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনের খোঁজখবর নেন। পরে তিনি ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তার অগ্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী জেনি চ্যাপম্যান বলেন, “যুক্তরাজ্য রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন জানাই।”

দিনব্যাপী সফরে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আরও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। পরে তিনি ঢাকায় ফিরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ভিডিও