চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় শ্বশুর বাড়িতে এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাইছ্যার দোকান এলাকায়। নিহত নববধূর নাম জান্নাতুল ফেরদৌস (২৩)।
স্বামীর পরিবারের দাবি, জান্নাতুল ফেরদৌস আত্মহত্যা করেছেন। তবে মেয়ের পরিবার অভিযোগ করেছে— এটি একটি পরিকল্পিত হত্যা।
নিহতের বাড়ি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকায়। তিনি স্থানীয় মুজিবুর রহমানের মেয়ে এবং বিয়ের মাত্র ১৯ দিন আগে (২৩ অক্টোবর) বিয়ে হয় মোস্তাক আহমদের পুত্র মো. শাহাবুদ্দিনের সঙ্গে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নাস্তা শেষে স্বামী শাহাবুদ্দিন বাইরে যান। দুপুর ১১টার দিকে পরিবারের সদস্যরা রুমের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় নববধূর ঝুলন্ত দেহ। পরে দরজা ভেঙে লাশ নামিয়ে আনেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে নিহতের পরিবার ও স্বজনদের দাবি, জান্নাতুল ফেরদৌসকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।
বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ‘২৩ অক্টোবর বিয়ে হয়েছে, আমিও দাওয়াত খেয়ে গেছি। কিন্তু এত অল্প সময়ে এমন মৃত্যুর খবর অত্যন্ত রহস্যজনক। প্রশাসনের উচিত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা।’
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’