চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা বাজারে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার উপপরিচালক মোজাহিদুর রহমান এবং সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।
অভিযানকালে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটিকে ১০ হাজার টাকা এবং অপরটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, শাকপুরা বাজার ও গোমদণ্ডী ফুলতলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তদারকির জন্যও মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বোয়ালখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের স্টাফরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান চলবে।