শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

‘থাইল্যান্ডে সবাই আমাকে ‘বাংলাদেশ’ নামে ডাকছে’

‘বাংলাদেশ’ হয়ে বিশ্বমঞ্চে হাঁটছেন মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:০৯

থাইল্যান্ডের ফুকেটে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৫’। সেখানে সাগরের নীল জলে সূর্যের ঝলমলে আলোয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের ভিড়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানো প্রসঙ্গে মিথিলা বলেন, ‘অসম্ভব ভালো লাগছে। আমার কাছে এটা স্বপ্নের মতো। বিদেশে বাংলাদেশকে উপস্থাপন করা এক বিরাট গর্বের বিষয়। এখানে এসে বুঝেছি, দেশের মানুষের ভালোবাসা কত বিশাল।’

বর্তমানে অনলাইন ভোটে ৭৩ হাজারের বেশি ভোট পেয়ে বাংলাদেশ বিশ্বে পঞ্চম অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, ‘আমি কেঁদে ফেলেছিলাম! এত মানুষ যে আমাকে ও আমাদের দেশকে ভালোবাসে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। এই ভালোবাসার মূল্য আমি রাখব ইনশাআল্লাহ।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার সময় তিনি মুকুটটি উৎসর্গ করেছিলেন মাকে। আন্তর্জাতিক মঞ্চে জয়ের স্বপ্ন নিয়ে এবার বললেন, ‘এখানে কেউ আমাকে মিথিলা বলে না, সবাই বলে ‘হ্যালো বাংলাদেশ’। এখানে আমি-ই বাংলাদেশ। তাই মিস ইউনিভার্সের মুকুট জিতলে সেটা আমি বাংলাদেশকেই উৎসর্গ করব।’

মুকুট জয়ের বিষয়ে তিনি আশাবাদী, ‘আমার লক্ষ্য একটাই—বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে উজ্জ্বল করা। আমি বিশ্বাস করি, এবার আমরা মুকুটটা ঘরে আনতে পারব।’

কভিডের কারণে ২০২০ সালে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে না পারার আক্ষেপ এবার পূরণের পথে বলেও জানান তিনি। মিথিলা বলেন, ‘আমি চাই, পৃথিবী জানুক— বাংলাদেশ থেমে নেই। আমরা এগোচ্ছি, সাহস নিয়ে, মর্যাদা নিয়ে।’

মিস ইউনিভার্স জয়ের পরের পরিকল্পনা জানিয়ে মিথিলা বলেন, ‘আমি বাল্যবিবাহবিরোধী প্রচারণায় কাজ করি, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকি। মুকুট জিতলে এই কাজ আরও বিস্তৃত করতে চাই। গ্ল্যামার মানে শুধু আলো নয়, দায়িত্বও আছে।’

বাংলাদেশের তরুণীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সৌন্দর্য। পৃথিবী তখন তোমাকে থামাতে পারবে না।’

শেষে মিথিলা দেশবাসীর প্রতি আহ্বান জানান, আমার জন্য নয়, বাংলাদেশের জন্য ভোট দিন। এই ভোট শুধু প্রতিযোগিতার নয়, এটি আমাদের দেশের মর্যাদার প্রতীক। বিশ্ব যেন শোনে— বাংলাদেশ আনস্টপেবল!

ভিডিও