শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চোর-ডাকাতের রাজনীতির অবসান ঘটবে এবার—হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৩৬

বিএনপির মনোনীত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণে করা উচিত, ব্যক্তিগত খ্যাতির জন্য নয়। তিনি উল্লেখ করেন, তার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার প্রতিটি রাস্তা, ব্রিজ ও উন্নয়নমূলক কাজ করেছেন শুধু মানুষের সেবায়, নামের জন্য নয়।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় হুম্মাম কাদের বলেন, বিদ্যুৎ পৌঁছানো এবং রাস্তা মেরামত করা তার নির্বাচনী ইশতেহারের শীর্ষ দুই প্রতিশ্রুতি। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, এই কাজ সম্পন্ন হলে পারুয়ায় কেউ ধানের শীষে ভোট দেবেন না।

তিনি আরও বলেন, নোংরা রাজনীতি ও কাদা ছোড়াছুড়ির দিন শেষ। এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, যা চোর-ডাকাতের রাজনীতির অবসান ঘটাবে। বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও তিনটি আসনে প্রার্থী হয়েছেন দেশ ও নেতাকর্মীদের সাহস দিতে।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে হুম্মাম কাদের জানান, বাবাকে হারানোর পরও তিনি রাজনীতি ছাড়েননি। গুম এবং নির্যাতনের পর তিনি মাঠে ফিরে আসেন, তারেক রহমানের সমর্থন পেয়ে রাজনীতিতে সক্রিয় থাকার সাহস পান।

এদিন তিনি পারুয়া সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং মধ্যম পারুয়া হযরত নিজাম উদ্দিন শাহ (রহঃ) মাজারে জিয়ারত করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও