শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এম মনির চৌধুরী রানা

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ০৬:৪০

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চলতি আমন মৌসুমে মাঠভর সোনালি ধানের দেখা মিলছে। প্রান্তিক কৃষকেরা ধানের বাম্পার ফলনে খুশি, ফলে মাঠজুড়ে উৎসবের মতো আমেজ সৃষ্টি হয়েছে।

উপজেলায় এবার আগাম জাতের ব্রি ধান ৪৭, ৪৯, ৯৩, ৯৬, সাদা পাই জাম ও কাটারী ধানের চাষ করা হয়েছে। প্রতি ৪০ শতকে চাষে খরচ পড়েছে প্রায় ১৪–১৫ হাজার টাকা। তবে ফলন ভালো হওয়ায় কৃষকরা খরচ পুষিয়ে লাভের আশা করছেন। অনেক কৃষক ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত, কেউ সার প্রয়োগ করছেন, কেউ ধান কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই মৌসুমে ৪,৮০০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন প্রণোদনা প্রদান করা হয়েছে। ধানের রোগবালাইও কম থাকায় ফসল ভালো অবস্থায় রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানিয়েছেন, “আগাম জাতের ধান কাটার পর কৃষকরা শীতকালীন শাকসবজি ও ডাল জাতীয় ফসলের জন্য জমি প্রস্তুত করছেন। আবহাওয়া অনুকুল থাকলে এবার কৃষকরা ভালো ফলন পাবেন।”

কৃষকরা জানান, বাম্পার ফলনের আশা নিয়ে তারা নতুন ফসল ঘরে তোলার অপেক্ষায় আছেন। ধানের মনকাড়া সোনালি রঙ এবং বাতাসে ছড়ানো ধানের মৌ-মৌ গন্ধে পুরো বোয়ালখালী জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

ভিডিও