রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হল রুমে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শ্রী রবীন্দ্র নাথ (মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নাসির চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক এবং সাধারণ সম্পাদক রনেল দেওয়ান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রুপন শীল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফজরুর রশীদ সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী, এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
বক্তারা বলেন, ” শ্রমিকদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক উন্নয়ন এবং সমিতির মাধ্যমে সেলুন শিল্পের সম্ভাব্য উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা সমিতির সদস্যদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে ধানের শীষে ভোট দিয়ে দীপেন দেওয়ানকে বিজয়ী করার আহবান জানান।
রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর কয়েক শতাধিক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিবৃন্দ সেলুন শ্রমিকদের সংগঠিত হয়ে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।