শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জামায়াত নেতাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আলেমদের জ্ঞান ও প্রজ্ঞায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। মানুষকে শেখানোর কৌশল আয়ত্ত করে সত্য, ন্যায় ও ইনসাফের পথে আহ্বান জানানোই হবে প্রকৃত আলেমের দায়িত্ব।

তিনি বলেন, ‘আলেমরা কেবল বক্তা নন, সমাজের পথপ্রদর্শক ও আদর্শ নেতা। সেবকের গুণ অর্জন করে সমাজে যোগ্যতর ভূমিকা রাখতে হবে।’

শনিবার (৮ নভেম্বর) চান্দগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছেরের সমর্থনে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী ডা. আবু নাছের।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুর হাসান রুমী, চান্দগাঁও থানা সেক্রেটারি জসীম উদ্দিন সরকার, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিয়া হোসাইন শরীফ প্রমুখ।

সম্মেলনে স্থানীয় ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, পেশাজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিডিও