বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আমরা একটি ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করছি। শত নির্যাতন, ফাঁসি ও কারাবরণ সত্ত্বেও আমাদের নেতারা ন্যায়ের পথ থেকে সরে যাননি। ইনশাআল্লাহ, আমরা এই বাংলার মাটিতে ইসলামী রাজ প্রতিষ্ঠায় শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে লোহাগাড়া রাজমহল কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর লোহাগাড়া মহিলা বিভাগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঘরে ঘরে ইসলামী মূল্যবোধ প্রচার করতে হবে। সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ আমাকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছে—আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই একটি সমাজ, যেখানে দুর্নীতি ও অবিচার থাকবে না, থাকবে ন্যায়, সুশাসন ও পরস্পরের প্রতি ভালোবাসা। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনাদের সকলের সহযোগিতা চাই।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমীর ড. মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান এবং লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়— এটি ন্যায়, মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ত্যাগী ও ঈমানদার কর্মীরাই এই পরিবর্তনের স্রোত সৃষ্টি করবে।’
সমাবেশের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মিসেস শাহীন তাহের, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল পরিচালক মিসেস মেরিনা সুলতানা, সেক্রেটারি মিসেস গুলশান হোসাইন ও সহকারী সেক্রেটারি মিসেস আসমা সুলতানা।
সমাবেশে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নারী দায়িত্বশীল ও কর্মী অংশগ্রহণ করেন।