বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি’ প্রচারে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে ব্যাপক গণসম্পৃক্ততার মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সাপ্তাহিক হাটে আগত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি মনোনীত ২৯৯ নম্বর রাঙামাটি আসনের প্রার্থী দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, ‘বিএনপি সরকার পুনর্গঠিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা হবে। রাঙামাটির জনগণ যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।’
তিনি আরও বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে শুধুই দুর্নীতি ও লুটপাট হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।’
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, ‘বিগত সরকারের দুঃশাসনে দেশে দুর্নীতি, অন্যায় ও গণতন্ত্রহীনতা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের ক্ষমতায়নের এক নতুন পথ দেখাবে।’
লিফলেট বিতরণকে ঘিরে ঘিলাছড়ি বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় মানুষ আগ্রহভরে লিফলেট সংগ্রহ করে ও প্রার্থী দীপেন দেওয়ানের সঙ্গে কুশল বিনিময় করেন।