শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ০২:৩৯

চট্টগ্রামে বিএনপি নেতা ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলি ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘সরওয়ার হোসেন বাবলা এলাকায় পরিচিত সন্ত্রাসী। তাকে লক্ষ্য করেই প্রতিপক্ষ দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন— যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

তিনি নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেন।

অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রকাশ্যে গুলি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।’

তিনি সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান— অবিলম্বে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ভিডিও